যারা ভেবেছিলেন দেবতাদের এক দিনে মর্ত্য লোকের একবছর, তারা বুঝি আমার মতই হঠাৎ যখন ধরতে পারলেন বয়েসতো অনেক হয়ে গেল, অথচ শৈশব কাটেনি, তখনই ভাবলেন - জীবন এত ক্ষুদ্র হতে পারেনা! অথচ ক্ষুদ্রই, আমার মা আমারই বয়সী ছিলেন আমি যখন পেটে,…
সম্পূর্ণ কবিতাটি পড়ুন »তার নিজস্ব পাহাড় থেকে জল গড়ায় কতটা নিচে পাহাড়ের জল বুঝি আকাশেও যায়? নাকি পাহাড়ের জল পাহাড়েই পড়ে থাকে কোথাও যায়না, কখনো যায়না? আমি তার হাতে জল ঢালি আমি তার ঘরে ঘরে জল রাখি যেন সে মরুক তবু জল পেয়ে। তার নিজস্…
সম্পূর্ণ কবিতাটি পড়ুন »মৃত বরাহ, ভীষণ রাম রাজ্য, বিকলাঙ্গ ফড়িং দাঁতের ব্যথায় কাতরানো আকাশ -তুমি, আমি, হতাশাগ্রস্ত জম্পুই ও ভুবন ব্রু আমার একবিংশতম প্রেমিক – ভুবন ব্রু তার দুটো হাত ছিল, একটা মগজ আর ডজন কতক বিড়ি । রান্না জানতো খুব, খেতেও পারতো । একদিন …
সম্পূর্ণ কবিতাটি পড়ুন »মনে করো এই তার হাত এই তার ওষ্ঠ এই তার গাছ এই তার বিষ্ঠা তুমি যা কিছু চাও নিতে পারো যা থাকবে তাই থাকবে আমার । যদি হাত নাও , তবে অনেক কাজ তোমার করে দিতে পারে অথবা পচে গলে এক বিচ্ছিরি কাণ্ড - তাও হতে পারে । যদি ওষ্ঠ নাও তবে অসং…
সম্পূর্ণ কবিতাটি পড়ুন »কবিতার নামঃ নিজের পাদে গন্ধ নেই কবির নামঃ শ্রী শ্রী অভিজিৎ দাস মানুষ গাঙে ভেসে ভেসে আসছি আমার বাড়ি অনেক দূর, পাহাড়ের গুহায় পাহাড়ে গেছ কখনো? যাওনি তো, দূর থেকে দেখেছ গেলে জানতে - আর সব জায়গার মত পাহাড়ও বিশেষত্ব হীন গাছ, …
সম্পূর্ণ কবিতাটি পড়ুন »