কবিতার নামঃ নিজের পাদে গন্ধ নেই
কবির নামঃ শ্রী শ্রী অভিজিৎ দাস মানুষ
গাঙে ভেসে ভেসে আসছি
আমার বাড়ি অনেক দূর,
পাহাড়ের গুহায়
পাহাড়ে গেছ কখনো?
যাওনি তো,
দূর থেকে দেখেছ
গেলে জানতে -
আর সব জায়গার মত পাহাড়ও বিশেষত্ব হীন
গাছ,
মাটি,
পাখি
দূর থেকে দেখলে মনে হয় না জানি কি
স্বপ্ন অথবা স্বর্গ বুঝি !
আসলে তা নয় ।
কাছে এসোনা
আমার গাল কপালে অনেক দাগ
চোখের নিচে কালি
মুখে আওয়ার দোষ,
কাঁচা লেপটিন যেন!
দূরে আছো,
সব খুঁত ইন্দ্রিয়ের বাইরে
কাছে এসনা,
এলে কষ্ট হবে,
ফিটও হয়ে যেতে পারো ।
তবে হ্যাঁ,
আমার পাদে একদম গন্ধ নেই ।

0 মন্তব্যসমূহ