তার নিজস্ব পাহাড় থেকে
জল গড়ায় কতটা নিচে
পাহাড়ের জল বুঝি আকাশেও যায়?
নাকি পাহাড়ের জল পাহাড়েই পড়ে থাকে
কোথাও যায়না, কখনো যায়না?
আমি তার হাতে জল ঢালি
আমি তার ঘরে ঘরে জল রাখি
যেন সে মরুক
তবু জল পেয়ে। তার নিজস্ব পাহাড় থেকে
জল গড়ায় কতটা নিচে?

0 মন্তব্যসমূহ