যারা ভেবেছিলেন দেবতাদের এক দিনে মর্ত্য লোকের একবছর, তারা বুঝি আমার মতই হঠাৎ যখন ধরতে পারলেন বয়েসতো অনেক হয়ে গেল, অথচ শৈশব কাটেনি, তখনই ভাবলেন - জীবন এত ক্ষুদ্র হতে পারেনা! অথচ ক্ষুদ্রই, আমার মা আমারই বয়সী ছিলেন আমি যখন পেটে, অথচ আমি হটাৎ করেই এত বড়। অথচ হটাৎ করেতো নয়, কত কিছুই হয়ে গেছে, কত কিছুই আর হবেনা কখনো।
পনেরো বছর আগে আমিতো প্রায় বালক, পনের বছর পর, আমিতো প্রায় বুড়ো। অথচ আমি এখনও কী ভীষণ রকম শিশু, কী ভীষণ রকম বৃদ্ধ আমি সেই বে থেকেই।
0 মন্তব্যসমূহ